Home » বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ

বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ

অনলাইন ডেস্ক: নেপালের পোখারায় রুপ বাহাদুর ও ধনমায়ার ঘরে অক্টোবর ১৪, ১৯৯২ সালে খগেন্দ্র থাপার জন্ম। খগেন্দ্র থাপা তাদের প্রথম সন্তান । খগেন্দ্রর বর্তমান উচ্চতা ৬৭.৮ সেন্টিমিটার বা ২ ফুট ২.৪১ ইঞ্চি। ওজন ৬ কেজি।

গিনেজ রেকর্ড অনুযায়ী খগেন্দ্র থাপাই বিশ্বের সবচেয়ে খাটো পুরুষদের  একজন। ২০১০ সালে খগেন্দ্রকে নেওয়া হয়েছিল নিউইয়র্কের ‘রিপ্লিস, বিলিভ ইট অর নট’ এর ওয়াডলোর এক্সিবিশনে।

সেখানে সব চেয়ে লম্বা পুরুষ রবার্ট ওয়াডলোর পাশে তাকে দাঁড় করানো হলে দেখা যায় খগেন্দ্র’র উচ্চতা ওয়াডলোর জুতার চেয়ে সামান্য কিছু বেশী। আর স্বাভাবিক মানুষদের হাঁটুর নিচেই যেন তার উচ্চতা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *