শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকমঃ জনপ্রিয়তার বিচারে সে নাকি এখন হিরো। অন্তত এমনটাই মত সোশ্যাল মিডিয়ার। সে অর্থাত্ সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান।
এ বার ছেলের হয়ে নাকি অক্ষয় কুমারকে চ্যালেঞ্জ জানালেন করিনা! বিষয়টি ঠিক কী?
সম্প্রতি এক অনুষ্ঠানে করিনা নাকি অক্ষয়কে বলেন, ‘‘যত দিন যাচ্ছে তৈমুর তোমার কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। অন্তত তোমার ফ্যান ফলোয়িং যা রয়েছে তা কিন্তু ও অতিক্রম করে যেতে পারে। এটা ওপেন চ্যালেঞ্জ।’’
পরে অবশ্য করিনা বলেন তৈমুরকে নিয়ে মিডিয়ায় এত খবর তাঁর নাকি একেবারেই পছন্দ নয়। কখন কোথায় যাচ্ছে, কী পরছে, কী খাচ্ছে সব কিছুই নাকি এখন মিডিয়ায় চলে আসছে। দিন কয়েক আগেই তৈমুরের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। করিনা বলেন, ‘‘আমি চাই তৈমুর সাধারণ শিশুর মতো বড় হোক। ওর এই সুযোগটা পাওয়া উচিত।’’
তবে অক্ষয়কে তিনি যা বলেছেন তা মজা করেই বলে মনে করছেন সিনে মহলের একটা বড় অংশ। যদিও এ নিয়ে মুখ খোলেনি অক্ষয়।
নির্বাহী সম্পাদক