অনলাইন সংস্করণ : প্রিয়াঙ্কার ঠোঁটে ঠোঁট, প্রকাশ্য মঞ্চেই প্রিয়তমা স্ত্রীর সঙ্গে চুম্বনে লিপ্ত মার্কিন পপ গায়ক নিক জোনাস। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা-নিকের একটি ভিডিয়ো। সম্প্রতি মিয়ামিতে বর্ষবরণের অনুষ্ঠানে পারফর্ম করে জোনাস ব্রাদার্স ব্র্যান্ড (নিক জোনাস, কেভিন জোনাস ও জো জোনাসের গানের ব্র্যান্ড)।
জোনাস ব্রাদার্সের পারফরম্যান্সের সময় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা, ড্যানিয়েল ও সোফি। মঞ্চে শুধু নিক, কেভইন ও জো নয়, নজর কাড়েন তাঁদের ঘরণীরাও। পারফরম্যান্সের শেষে শ্যাম্পেন হাতে প্রিয়াঙ্কার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন নিক। যে ভিডিয়োটি নিমেষে ভাইরাল হয়। তবে শুধু প্রিয়াঙ্কা-নিকই নয়, একই ভাবে স্ত্রী সোফি ও ড্যানিয়েলের ঠোঁটে ঠোঁট রাখেন জো ও কেভিন জোনাস।
এদিকে সম্প্রতি প্রিয়াঙ্কা নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর ২০১৯-এর শুরু থেকে ২০২০ পর্যন্ত তাঁর গোটা যাত্রার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এদিকে ২০১৯-এ নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা। নিক কে স্বামী হিসাবে পাওয়া যে তাঁর জীবনে সেরা প্রাপ্তি সেটা অবশ্য বারবার স্বীকার করে এসেছেন দেশি গার্ল।