অনলাইন ডেস্ক : পানভেলের বাগানবাড়িতেই শুরু করেন নতুন বছর৷ প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি, সহকর্মী সাই মঞ্জরেকর, ডেইজি শাহ, ওয়ারধা নাদিয়াদওয়ালাদের সঙ্গে বাগানবাড়িতেই শুরু হয় তাঁর নতুন বছরের পার্টি৷ বুঝতেই পারছেন, সলমন খানের কথাই বলা হচ্ছে৷ পানভেলের বাগান বাড়িতে নতুন বছরে সলমন ও তাঁর গার্লস গ্যাঙ কি করলেন জানেন! রিপোর্টে প্রকাশ, নতুন বছরের শুরুতে সঙ্গীতা বিজলানি, সাই মঞ্জরেকর, ডেইশি শাহদের সঙ্গে উদ্দাম নাচতে শুরু করেন (Salman Khan)সলমন৷
শুধু তাই নয়, বাগান বাড়িতে রাখা একটি টেবিলের উপর উঠে তাঁরা নাচতে শুরু করেন৷ সলমন ও সঙ্গীতাদের সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷ ৩১ ডিসেম্বর রাতে সলমনের বাগান বাড়িতে হাজির হন বলিউড তারকারা৷ সেই তারকায় সলমনের গার্লস গ্যাঙ-এর সঙ্গে ছিলেন জনপ্রিয় প্রযোজক, পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালাও৷
১ জানুয়ারি যখন সলমনের বাগান বাড়ি থেকে বেরিয়ে সঙ্গীতা, ডেইজি, ওয়ারধারা প্রাতঃভ্রমণে বের হন, তখনই একের পর এক ক্যামেরান্দি হতে শুরু করেন তাঁরা৷ যদিও ক্যামেরার সামনে এ বিষয়ে কাউকে মুখ খুলতে দেখা যায়নি৷ প্রসঙ্গত, ওই সময় সঙ্গীতা, ডেইজিদের সঙ্গে ছিলেন সলমনের বাড়ির একাধিক নিরাপত্তা রক্ষী৷
প্রসঙ্গত, (Dabangg 3) দাবাং থ্রি-র হাত ধরেই সলমন খানের সঙ্গে (Bollywood)বলিউডে পা রাখেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর৷ ২০১০ সালে দাবাং দিয়ে যেমন বলিউডে পা রাখেন (Sonakshi Sinha) সোনাক্ষী সিনহা, তেমনি এবার দাবাং থ্রি দিয়ে বি টাউনে হাজির হলেন সাই৷ সৌজন্যে সেই সলমন খান-ই৷
প্রতিনিধি