অনলাইন ডেস্ক : ওয়ানডেতে ব্যাটিং গড়ে ২০১৯-এর সেরা বাংলাদেশের সাকিব আল হাসান। এ বছর কমপক্ষে ১০ ওয়ানডে খেলেছেন এমন ব্যাটসম্যানদের তালিকায় সাকিবের ব্যাটিং গড় ১০০’র কাছাকাছি। ১১ ম্যাচে ৯৩.২৫ গড়ে বাঁহাতি ব্যাটসম্যানের সংগ্রহ ৭৪৬ রান। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেনের ব্যাটিং গড় ৭৩.৭৭।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ২০১৯ সাল শুরু হয় আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে। ৭ই মে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের প্রথম ম্যাচ খেলেন সাকিব। ওই ম্যাচে ৬১ বলে ৬১* রানের ইনিংস খেলেন তিনি। ১৩ই মে উইন্ডিজের বিপক্ষেই ম্যালাহাইডে করেন ২৯ রান। ১১ ম্যাচে যেটি তার সর্বনিম্ন ইনিংস।
১৫ই মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ৫০* রানের ইনিংস উপহার দেন বাঁহাতি এই অলরাউন্ডার। এরপর শুরু হয় বিশ্বকাপ। যেখানে ব্যাট হাতে গর্বের একাধিক রেকর্ডে ঘষামাজা করেন সাকিব। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৮৪ বলে ৭৫ রান দিয়ে তার বিশ্বকাপ শুরু। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান।
পরে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ বলে ১২১। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে ১২৪* রানের ইনিংস খেলেন তিনি। ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের ব্যাট থেকে আসে ৪১ রান । রাউন্ড রবিন লীগের বাকি তিন ম্যাচেও ফিফটি হাঁকান তিনি। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ৫১, বার্মিংহামে ভারতের বিপক্ষে ৬৬ ও শেষ ম্যাচে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেন সাকিব।
ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব ২০১৯-এ ওয়ানডেতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন ১৮তম স্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তার ওপরে রয়েছেন মুশফিকুর রহীম। ১৬তম স্থানে থাকা ১৮ ম্যাচে ৫০.২৬ গড়ে ৭৫৪ রান করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৫ হাফসেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরি একটি। সেটিও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ বছর ওয়ানডেতে সর্বাধিক রান সংগ্রাহক ভারতের রোহিত শর্মা।
২৮ ম্যাচে ৫৭.৩০ গড়ে তিনি করেছেন ১৪৯০ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৭টি, হাফসেঞ্চুরি ৬টি। রোহিতের পর ভারতীয় ওপেনার বিরাট কোহলি। ২৬ ম্যাচে ৫৯.৮৬ গড়ে কোহলির সংগ্রহ ১৩৭৭ রান। ৫ সেঞ্চুরির সঙ্গে ৭ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। ২৮ ম্যাচে ৬১.১৩ গড়ে ১৩৪৫ রান নিয়ে তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ। ৪ সেঞ্চুরি, ৮ হাফসেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ চতুর্থ (২৩ ম্যাচে ৫১.৮৬ গড়ে ১১৪১ রান) ও পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম (২০ ম্যাচে ৬০.৬৬ গড়ে ১০৯২ রান)। সাকিব-মুশফিক ছাড়া এ বছর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান। গত বছর অন্যতম সেরা নৈপুণ্য দেখান ওপেনার তামিম ইকবাল । তবে এবার ১৮ ম্যাচে ২৪.৫৫ গড়ে তার সংগ্রহ ৪৪২ রান। সৌম্য সরকার ১৭ ম্যাচে ২৯.৭৬ গড়ে ৫০৬ রান করেছেন।
খেলোয়াড় ম্যাচ রান গড় সর্বোচ্চ ১০০/৫০
সাকিব (বাংলাদেশ) ১১ ৭৪৬ ৯৩.২৫ ১২৪* ২/৭
ডুসেন (দ. আফ্রিকা) ১৮ ৬৬৪ ৭৩.৭৭ ৯৫ ০/৭
ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ১০ ৬৪৭ ৭১.৮৮ ১৬৬ ৩/৩
জেসন রয় (ইংল্যান্ড) ১৪ ৮৪৫ ৭০.৪১ ১৫৩ ৩/৬
ডু প্লেসি (দ. আফ্রিকা) ১৯ ৮১৪ ৬৭.৮৩ ১১২* ২/৬
প্রতিনিধি