Home » পাকিস্তানকে হুমকি ভারতের নতুন সেনাপ্রধানের

পাকিস্তানকে হুমকি ভারতের নতুন সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক : সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েই প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুমকি দিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। গতকাল মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ মুকুন্দ নারভানে। তিনি দেশটির বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হন।দায়িত্ব নেওয়ার পরই এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে চরম বৈরি সম্পর্কে থাকা পাকিস্তানকে হুমকি দেন তিনি।

পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা হিসেবে উল্লেখ করে মনোজ মুকুন্দ নারভানে বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা রয়েছে। রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত।’

তিনি বলেন, ‘মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে আমাদের পর্যাপ্ত কৌশল আছে। যদি পাকিস্তান সেই কাজ বন্ধ না করে, তাহলে সন্ত্রাসবাদ দমনে ওদের ওপর হামলা চালানোরও পূর্ণ অধিকার আমাদের আছে।’

অভিযোগ করে নারভানে বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি হিসেবে দত্তক নিতে চেষ্টা করছে।  যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে ওরা (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যেতে চায়। কিন্তু এই কৌশল দীর্ঘদিন চলতে পারে না। সবসময় আপনারা মানুষকে বোকা বানাতে পারবেন না।’

এ সময় ভারতের সেনাবাহিনী নিয়ে তিনি বলেন, ‘আমার সবার প্রথম কাজ হবে, বাহিনীকে এমনভাবে প্রস্তুত করা যাতে যেকোনো শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *