Home » বঙ্গবন্ধু বিপিএলে পারফর্মের জন্য পারিশ্রমিক নিতে চাননি সালমান

বঙ্গবন্ধু বিপিএলে পারফর্মের জন্য পারিশ্রমিক নিতে চাননি সালমান

মাঠের লড়াই শুরুর আগে গত ৮ ডিসেম্বর পর্দা উঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের। এদিন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর এই উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে পারফর্মের জন্য পারিশ্রমিক নিতে চাননি সালমান। এমনকি সহশিল্পী ক্যাটরিনাকেও পারিশ্রমিক না নেওয়ার জন্য বলেন তিনি।

খবরে বলা হয়েছে, সিনেমার কাজ ছিল বলে বিপিএল গভর্নিং কাউন্সিলকে প্রথমে ‘না’ বলে দিয়েছিলেন সালমান খান। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে বিপিএলের এই বিশেষ আসর- এটা জানার পর বাংলাদেশে আসতে রাজি হন তিনি। তবে এ বিষয়টি জানার আগে বিপিএল কর্তৃপক্ষকে আসর পেছানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি, যাতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেন!

এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে বলেন, ‘সালমান খান পারিশ্রমিক নিয়ে কখনোই কথা বলেনি। যখন টাকার আলাপ তুলেছি, আমার কাঁধে হাত দিয়ে হেসে বলেছেন, জীবনে টাকা কি সব?

তুমি আমাকে এক কাপ চা বানিয়ে দিয়ো। ওটাই খাব। “দাবাং থ্রি” নিয়ে তিনি এত ব্যস্ত ছিলেন, ওই সময় আর কোনো অনুষ্ঠানেই যাননি। ক্রিকেট আর বঙ্গবন্ধুর নাম শুনে আমাদের অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। কোনো টাকা নিতে চাননি। তাই নয়, ক্যাটরিনা কাইফকে বলেছেন, তুমিও কোনো পারিশ্রমিক নিয়ো না।’

অবশ্য শেষ পর্যন্ত তাদেরকে খালি হাতে ফিরে যেতে দেয়নি বিপিএল কর্তৃপক্ষ। সালমানের দাতব্য প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা ও ক্যাটরিনাকে ৫০ লাখ টাকা দেওয়া হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *