অনলাইন ডেস্ক : সজলের সঙ্গে প্রথমবার পূজা চেরি অভিনয় করেছেন। ছবির নাম ‘জ্বীন’। এ সিনেমায় রোশান ও মূন জুটি হয়ে আসছেন। এই ছবিটি আসছে ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানালেন সজল। তিনি বলেন, এ ধরনের ছবি আমাদের এখানে হয়নি।
ছবিতে ভিএফএক্স-এর অনেক কাজ রয়েছে। এ ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। ‘জ্বীন’-এ কাজ করে আমি সত্যিই ভীষণ এক্সাইটেড! পুরো কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব সন্তুষ্ট।
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট বিচারে একদম আলাদা ধাঁচের সিনেমা হতে যাচ্ছে ‘জ্বীন’, এমনটাই জানিয়েছিলেন ছবির পরিচালক নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে ছবিটি।