অনলাইন ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। আজ শনিবার সকালে বিস্ফোরণের এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও শতাধিক মানুষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসেন জানান, মোগাদিসুর একটি কর আদায় কেন্দ্রকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। সাপ্তাহিক ছুটি শেষে এদিন সকালে ওই অঞ্চলের মানুষ কাজে ফিরছিল।
তিনি আরও জানান,এ ঘটনায় আহত শিশুসহ প্রায় শতাধিক মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাদের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, যারা একই বাসে ভ্রমণ করছিলেন।