Home » কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব সিলেট উৎসব

কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব সিলেট উৎসব

অনলাইন ডেস্ক : কলকাতায় আজ ২৭শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিনদিনের তৃতীয় বিশ্ব সিলেট উৎসব। দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশনের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব রূপ নেবে মিনি সিলেটে। উৎসবে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের নানা প্রান্তে থাকা সিলেটিরা যোগ দেবেন। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়াও বাংলাদেশ থেকে উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, সিলেটের মেয়র আরিফুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএম শফি সামি ও রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন,

ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি প্রমুখ। ভারত থেকে সিলেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক রাজ্যপাল  শেখর দত্ত, আসামের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু চক্রবর্তী,

অর্থনীতিবিদ বিবেক দেবরায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রমুখ। তিনদিনের এই উৎসবে রবীন্দ্রনাথের সিলেট ভ্রমণ ও তার প্রভাব নিয়ে আলোচনা করবেন ড. ভীষ্ম দেব, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক জাফির সেতু, অমলেন্দু চক্রবর্তী, অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

এ ছাড়া সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও আলোচনা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে কৌতুক, গান ও নাটক। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সিলেটি রান্নার নানা পদ। এ ছাড়াও উৎসবের বিভিন্ন স্টলে পাওয়া যাবে মণিপুরী তাঁতসহ নানা বস্ত্রসম্ভার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *