Home » ভারতীয় অভিনেতা কুশল পাঞ্জাবির ঝুলন্ত লাশ উদ্ধার

ভারতীয় অভিনেতা কুশল পাঞ্জাবির ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা কুশল পাঞ্জাবি আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে মুম্বইয়ের পালি হিল এলাকায় নিজের বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৩৭ বছর। কুশল পাঞ্জাবির বন্ধু এবং সহকর্মী করণবীর বোহরা ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বলে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন কুশল পঞ্জাবী।

‘ইশক মে মারযাও’ মেগা সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু এ অভিনেতার। এরপর ‘হাম দুম’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে। ‘সালাম-এ-ইশক’, ‘লক্ষ্য’-এর মতো জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন কুশল। অংশ নিয়েছেন ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘ঝলক দিখলা যা’-এর মতো প্রধম সারির রিয়েলিটি শো’তেও।

২০১৫ সালে অড্রে ডোলহেনের সঙ্গে গোয়ায় সাত পাকে বাঁধা পড়েন কুশল। তাদের একটি তিন বছরের ছেলেও রয়েছে। নাম কিয়ান। কুশলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের শোবিজে। শোক প্রকাশ করে টুইট করেছেন করণ প্যাটেল, শ্বেতা তেওয়ারি, জে ভানুশালি এবং বাবা সায়গলের মতো টিভি তারকারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *