জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী অনিক দাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ১৯ ডিসেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের কাছে ধর্মান্তর সংত্রুান্ত হলফনামা জমা দেন। অনিক দাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রহিমাপুর গুচ্ছগ্রামের মনোরঞ্জন দাসের ছেলে।
শুত্রুবার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমামের কাছে শত শত মুসলিমদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ।
আবদুল্লাহ বলেন, আমি পবিত্র ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিধি বিধান এবং নিয়ম কানুন ভালো লাগায় ও পবিত্র ইসলাম ধর্মে গভীরভাবে আকৃষ্ট হয়ে গত ২০ ডিসেম্বর জুমার দিনে মৌলভীর মাধ্যমে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লালাহু-মুহাম্মাদুর রসুলুল্লাহ’ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।
এ ছাড়াও সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিন কাছে ধর্মান্তর সংত্রুান্ত হলফনামার মাধ্যমে আবদুল্লাহ নাম ধারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে জানান তিনি।
নও মুসলিম আবদুল্লাহ এখন গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় বসবাস করছেন।
প্রতিনিধি