অনলাইন ডেস্ক: আইপিএলের ইতিহাসে বিদেশি কোটায় নিলামে আগের সব রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে এই অজি পেসারকে সাড়ে ১৫ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
এর আগে, আইপিএলের নিলামে বিদেশি কোটায় সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেন স্টোকস। ২০১৭ সালের নিলামে তাকে সাড়ে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাইজিং পুণে। কলকাতার একটি পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে প্যাট কামিন্সের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
অথচ নিলামযুদ্ধে শেষ পর্যন্ত অজি পেসারকে ১৫.৫ কোটি রুপিতে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। তবে কামিন্সকে সহজে পায়নি কেকেআর। নিলামে তুমুল লড়াই করতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে।