জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে তুলার গুদামের ভয়াবহ আগুনে ৫ টি পুড়ে ছাই জানা যায় বাজারের মন্নান মিয়ার মার্কেটে ফয়জুল হক নামে এক ব্যক্তির তুলার গুদামে এ আগুনের
সূত্রপাত ঘটে,পরে বিস্কুটের গুদামসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।তুলার গুদমের আগুন হওয়ায় নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর একটু বেগ পুহাতে হয়েছে।প্রথমে ফায়ার সার্ভিসের একটি টিম গেলেও পরে আরেকটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ধারণা অনুযায়ী
আনুমানিক ১০/১২ লাখ হতে পারে বলে জানান জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান সরকার। খবর পেয়ে সাথে সাথে থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের ওসি তদন্ত, সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান সরকারসহ ফায়ার সার্ভিসের নেতৃবৃন্দ উপস্থিত না হলে হয়ত আরো বড় ধরনের কোন দূর্ঘটনা হতে পারত