Home » দুর্ঘটনা থেকে রক্ষা পেল করিম উল্লাহ মার্কেট

দুর্ঘটনা থেকে রক্ষা পেল করিম উল্লাহ মার্কেট

বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সিলেটের করিম উল্লাহ মার্কেট। বন্দর বাজরে অবস্থিত মোবাইল ও কম্পিউটার সামগ্রীর সিলেটের সর্ববৃহৎ মার্কেট এটি।জানা গেছে, বৃহস্পতিবার রাতে মার্কেটের ৩য় তলার নাঈম টেলিকমের মালিক সাদেক আলী দোকানের সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। রাত ১১টার দিকে তিনি একটি গ্যাস সিলিন্ডার এবং ৫ লিটার কেরোসিন একটি বোতলে নিয়ে দোকানে ঢুকে সাটার বন্ধ করে দেন।

বিষয়টি দেখতে পেয়ে আশপাশের দোকানের ব্যবসায়ী ও কর্মচারীরা বার বার খোলার জন্য বললেও তিনি সাটার খুলেন নি। তিনি তখন ব্যবসায়ীদের হুমকি দিয়ে বলেন সিলিন্ডার ব্লাস্ট ঘটিয়ে তিনি দোকানে আত্মহত্যা করবেন। এসময় ব্যবসায়ীরা বিষয়টি সাথে সাথে পুলিশকে এবং মার্কেটের মালিক আতাউল্লাহ সাকেরকে জানান।

তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের সাটার ভেঙে ওসমানীনগর উপজেলার হলিমপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে সাদেক আলীকে (৫৮) উদ্ধার করে। এসময় সেখানে থাকা দিয়াশলাই, কেরোসিন ভর্তি মুখ খোলা ৫ লিটার বোতল, রেগুলেটর লাগানো গ্যাস ভর্তি সিলিন্ডার উদ্ধার করে। দোকানঘরটি তখন এলপিজি গ্যাসের গন্ধে ভরপুর ছিল। কিছুক্ষণ দেরী হলে ঘটতে পারত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। পরে তাকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, ২০০৩ সাল থেকে করিম উল্লাহ মার্কেটে ব্যবসা করে আসছেন সাদেক আলী। বর্তমানে তিনি প্রায় তিন কোটি টাকার ঋণে আছেন। ব্যবসায়ীরা জানান, হয়ত এই কারণেই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, পুলিশ সময়মতো না পৌছালে হয়তো করিম উল্লাহ মার্কেটে বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটতো।

আমরা সাদেক আলীকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *