Home » সদর উপজেলা আ’লীগের সম্মেলনে সম্পাদক প্রার্থী ফারুকের সমর্থনে তেমুখীতে প্রচার মিছিল

সদর উপজেলা আ’লীগের সম্মেলনে সম্পাদক প্রার্থী ফারুকের সমর্থনে তেমুখীতে প্রচার মিছিল

সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল ও স্বার্থক করে তুলতে এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্র ও যুবনেতা ফারুক আহমদের পক্ষে সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার মিছিলটি তেমুখীস্থ চৌমুহনি হতে শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগে সহ সভাপতি খুরশিদ আলমের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আমিনুর রিয়াজ মওদুদ এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাউল হোসেন লিমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশ্রব আলী, সদস্য নির্বাচিত সাধারণ সম্পাদক মানিক মিয়া মেম্বার, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জাহান আহমদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহিত আলম শফিক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, সিরাজুল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদ, সাবেক ছাত্রনেতা হিরক দাম, সেলিম আহমদ, নিরঞ্জন দে কালা, সাবেক ছাত্রনেতা শহীদ আকিব অপু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক সাইফুর রহমান, মহানগর শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, মহানগর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক জবেল আহমদ, সদস্য সৈয়দ নাবিদ সালেহ, এয়ারপোর্ট তাতীলীগের যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. তুহিন, সাধারণ সম্পাদক সোবহান আহমদ মিলন, ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রুম্মান আহমদ মনা, আক্তার নেওয়াজ, মেহেদী শাকিল, তাহমিদ আহমদ, আজিজুর রহমান সম্রাট, জামাল আহমদ, মিতুন জয় বিশ্বাস, নাঈম আহমদ, মুজিবুর রহমান সনি, লুৎফুর রহমান, বাপ্পী চৌধুরী, নুরুজ্জামান, আল আমিন প্রমুখ।
অনুষ্ঠিত সবাবেশে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিলেট সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক তরুণ জননেতা ফারুক আহমেদ বলেন, দীর্ঘ এক যুগের বেশী দিন পর অনুষ্ঠিত সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ। দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রীর তারুণ্য ও মেধাবী নেতৃত্বে আস্থাশীল হয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে থাকা প্রিয় স্বদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার ভিশন বাস্তবায়নে তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার অঙ্গিকার বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার লক্ষ্যে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী। তিনি বলেন, মুজিব আদর্শের একজন সৈনিক হয়ে ছাত্রলীগের একজন কর্মীর মাধ্যমে দাবী ও অধিকার আদায়ে প্রতিবাদী মিছিলের কর্মী রাজনীতিতে সম্পৃক্ত হয়ে আজ অবদি দেশ ও জাতির কল্যানে দেশরত্ব শেখ হাসিনার নির্ভিক সৈনিক হয়ে মাঠে থেকে সবসময় সকল আন্দোলন সংগ্রামের দীর্ঘ ৩০ বছর আপনাদের সাথে ছিলাম। বার বার নির্যাতিত হয়েছি, জেল-জুলুম-হুলিয়া নিয়ে দলের জন্য কাজ করেছি। কিন্তু কখনও পদলোভী ছিলাম না। সুযোগ থাকাসত্ত্বেও বার বার বঞ্চিত হয়েছি, তাই তৃণমূলের হয়ে ন্যায্য দাবী আদায়ের দৃঢ় প্রত্যয়ে আজ আমি সবাইকে নিয়ে বিশেষ করে তৃণমূলের বঞ্চিত ও অবহেলিত নেতাকর্মীদের মূল্যায়নের অধিকার নিয়ে আমি পদ প্রত্যাশী। যোগ্যতার বিচারে এবং আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ নির্যাতন ও দলের প্রতি একনিষ্ঠতার বিচারে আমি সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। ইনশাআল্লাহ দলের সুযোগ্য নীতি নির্ধারিক নেতৃবৃন্দ আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন। সমাবেশে- পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ আওয়ামীলীগ অবশ্যই নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে সুযোগ্যদের নতুন দায়িত্ব দেওয়ার দাবী জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *