সিলেট নগরীর রিকাবীবাজার ও কিন ব্রিজ মোড়ে ৪৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)। আজ বৃহস্পতিবার সকাল থেকে ২ ট্রাক পেঁয়াজ বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। প্রত্যেক ক্রেতার কাছে ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হয়েছে।
সারা দেশে পেঁয়াজের বাজার যখন অস্থির, ঠিক তখনি ৪৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি করায় নগরীর ক্রেতাদের মাঝে যেন কিছুটা স্বস্তি নেমে এসেছে। পেঁয়াজ বিক্রির সময় দেখা গেছে সব শ্রেনীর মানুষের উপচে পড়া ভীড়।
রিকাবীবাজারে টিসিবির পেঁয়াজ কিনতে আসা মরিয়ম বেগম বলেন, দোকানে ১৩০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। যা আমাদের মত মধ্যম আয়ের মানুষের পক্ষে কিনা কঠিন। তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়েছি ১ কেজি পেঁয়াজ কেনার আসায়। দীর্ঘ ২ ঘন্টা লাইনে দাড়িয়ে পেঁয়াজ পেয়ে তিনি অনেক খুশি।