Home » সিলেট পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা

সিলেট পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা

সিলেটের বাজারে পেয়াজের কেজি ২৫০-৬০ টাকা। কিছুটা দেরিতে হলেও সিলেটের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজর দিয়েছে জেলা প্রশাসন।রোববার (১৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের দু’টি টিম অভিযানে নামে নগরীর রিকাবীবাজার ও পাইকারি বাজার কালীঘাটে।আলাদা অভিযানে ভারতীয় লবণ রাখা ও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে রিকাবীবাজারের সালাম ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্য দোকানীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার ও মহানগর পুলিশের সদস্যরা।অন্যদিকে, বিকেল সাড়ে ৪টায় নগরের কালীঘাট পাইকারি বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে হাজি নূর অ্যান্ড সন্সকে তিন হাজার টাকা জরিমানা ও আসাদ ব্রাদার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন বিভাগের বাজার কর্মকর্তা মো. মোরশেদ কাদের প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *