Home » বুলবুলের তাণ্ডবে গাছ উপড়ে বসতঘরে, নিহত ১

বুলবুলের তাণ্ডবে গাছ উপড়ে বসতঘরে, নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে তীব্র বাতাসে গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম হামেদ ফকির (৬৫)। পেশায় তিনি মৎস্যজীবী ছিলেন।বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, রাতে দমকা হাওয়ার শুরু হলে একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ উপড়ে ঘরের ওপর পড়লে চাপা পড়েন ওই বৃদ্ধ। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার ভোর ৫টার দিকে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় বুলবুল এখন অবস্থান করছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে, সেইসঙ্গে চলছে দমকা বাতাস।এদিকে আবহাওয়া অফিস বলছে, বর্তমানে উপকূলীয় ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮ কি.মি. বেগে এগোচ্ছে বুলবুল। সাগর উত্তাল রয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ৮০-১০০ কিলোমিটার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *