প্রদীপ জ্বলল, জ্বলল হাজার আলো, শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তারকাখচিত মঞ্চে সূচনা হল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড- বলিউডের তামাম তারকা। প্রত্যেকবারের মতো এবারও দিদির ডাক শুনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ খান, রাখী গুলজার, মহেশ ভাট। ছিলেন টলিউডের কুশীলবরাও। রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে নেতাজী ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ পৌঁছতেই গোটা অনুষ্ঠানটাই যেন হয়ে ওঠে শাহরুখময়।
গেট পাস নিয়ে নেতাজি ইন্ডোরের বাইরে উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা নেই। বাদশাকে একটিবার দেখার অপেক্ষায় বাইরে উন্মুখ জনতা। অনুষ্ঠনে শাহরুখ ঢোকা থেকে জনতাকে হাত নাড়ানো, সবেতেই উত্তাল হল দর্শকাসন। ‘শাহরুখ, শাহরুখ’ ধ্বনিতে ভরে উঠল নেতাজি ইন্ডোর। গোটা অনুষ্ঠানে শাহরুখেই মুগ্ধ, মগ্ন, মাতোয়ারা রইল কলকাতা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শাহরুখ। এবার অবশ্য অসুস্থতার কারণে আমন্ত্রণ থাকা সত্ত্বেও কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি অমিতাভ বচ্চনকে।
অনুষ্ঠানের মঞ্চে শাহরুখের পাশে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেব, রুক্মিণী মৈত্র, গৌতম ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, জিৎ গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম সহ টালিগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়াকে।
অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মার্কিন অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল, মাধবী মুখোপাধ্য়ায়, মহেশ ভাট সহ উপস্থিত অতিথিদের। এবারে চলচ্চিত্র উৎসবে ৭৬টি দেশের ৩৬৬টি ছবি দেখানো হবে।জিনিউজ
প্রতিনিধি