অনলাইন ডেস্ক : দুই ব্যক্তির মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে বলিভিয়ার এক মেয়রকে অফিস থেকে বের করে চুল কেটে দিয়েছে সরকারবিরোধীরা। এসময় পেট্রিসিয়া আর্ক নামের ওই নারীর শরীরে লাল রঙ মাখিয়ে দেয়া হয়। এসময় তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। অফিস থেকে জোর করে বের করায় নিজের জুতাও পরতে পারেননি তিনি। কয়েক ঘণ্টা তিনি বিক্ষোভকারীদের হাতে আটকে ছিলেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
বিক্ষোভকারীদের হামলার শিকার হওয়ার পর সাংবাদিকদের সাক্ষাৎকার দেন পেট্রিসিয়া আর্ক। সেসময়কার ছবি ও ভিডিওতে দেখা যায় অসহায়ভাবে মাটিতে বসে আছেন মেয়র। কাটা চুল ধরে সবাই দেখাচ্ছেন তিনি। বলিভিয়ার ক্ষমতাসীন দলের রাজনীতি করেন পেট্রিসিয়া আর্ক। সেজন্যই তাকে সরকারবিরোধীদের হামলার মুখে পড়তে হয়েছে। গত ২০ অক্টোবর দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ফের ক্ষমতায় ফিরেছেন ইভো মোরালেস। নির্বাচনকে ঘিরে দেশের জনগণ দুইভাবে বিভক্ত হয়ে গেছে। সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিনিধি