Home » পথ শিশুদের সাহায্যের সময় দয়া করে ক্যামেরা বন্ধ করুন, আর্জি জাহ্নবীর

পথ শিশুদের সাহায্যের সময় দয়া করে ক্যামেরা বন্ধ করুন, আর্জি জাহ্নবীর

অনলাইন ডেস্ক :পথ শিশুদের সাহায্যের সময় দয়া করে ক্যামেরা বন্ধ করুন। কোনও শিশুকে সাহায্যের সময় এভাবে ক্যামেরার ফ্ল্যাশে তার ছবি উঠে আসা মোটেই ভাল জিনিস নয়। তার বড় অদ্ভুত লাগে। পাপারাতজির কাছে এবার এমনই আর্জি জানান জাহ্নবী কাপুর। বুধবার মুম্বইয়ের রাস্তায় জাহ্নবী কাপুরের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় এক পথশিশু জাহ্নবীর গা ঘেঁষে দাড়িয়ে রয়েছে। এরপরই জাহ্ববী তাঁকে ডেকে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে থেকে একটি বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দেন। ওই সময় পাপারাতজিকে ছবি তুলতে না করেন শ্রীদেবী-কন্যা।


দেখুন সেই ভিডিয়ো. তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পথ শিশুদের সাহায্য করছেন জাহ্নবী, এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। কখনও নিজের কাছে টাকা না থাকায়, গাড়ি চালকের কাছ থেকে টাকা নিয়ে এক শিশুর হাতে ধরিয়ে দেন। আবার কখনও বিস্কুট দিয়ে শিশুদের সাহায্য করতে দেখা যায় ধড়ক অভিনেত্রীকে। জাহ্নবী কাপুরের ওই ভিডিয়ো বার বার প্রকাশ্যে আসায়, নেটিজেনদের প্রশংসা কুড়োন শ্রীদেবী-কন্যা। জাহ্নবী একজন বড় মনের মানুষ বলে প্রশংসা শুরু করেন নেটিজেনরা। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *