Home » সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল: প্রভাব পড়বে বাংলাদেশেও

সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল: প্রভাব পড়বে বাংলাদেশেও

ঘূর্ণিঝড় ‘কিয়ার’ ও ‘মহা’র রেশ কাটতে না কাটতেই আবার সৃষ্টি হচ্ছে ‘বুলবুল’। ভারতের উত্তর আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুলে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশেও প্রভাব পড়তে পারে।বুধবার (৬ নভেম্বর) ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাতে এমন তথ্যই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া বুলবুল আঘাত হানবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে। তবে দিক পরিবর্তন করে এটি বাংলাদেশের দিকেও ধাবিত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় পুরোপুরি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বুলবুল। যার জেরে আগামী ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত কলকাতাসহ উপকূলীয় অঞ্চলগুলোতে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হতে পারে।তবে দিক পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মিয়ানমারের দিকে ধাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ৯০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া বার্তায়। একইসঙ্গে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে জেলেদের মাছ ধরায় সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর ভারতের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড়ে ‘কিয়ার’। সেসময় কর্ণাটক ও গোয়া রাজ্যসহ এর আশপাশের এলাকায় জারি করা হয়েছিল জরুরি সতর্কতা। তবে বড় ধরনের আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি শক্তিশালী সেই ঘূর্ণিঝড়টি। এবারের ঘূর্ণিঝড় বুলবুলে শঙ্কায় রয়েছে বাংলাদেশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *