জগন্নাথপুর প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষায় টিকলেও পরিবারের আর্থিক দৈন্যদশার কারণে ভর্তি হতে না পারা সুনামগঞ্জের মেধাবী ছাত্রী ঝরনা আক্তারের ভর্তির দায়িত্ব নিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ।
তিনি তাঁর পিতার সাথে আলাপ করে এই সিধান্ত নিয়েছেন। ঝরনার ভাই ইসলাম উদ্দিনের সাথেও এ বিষয়ে যোগাযোগ করেছেন।
উল্লেখ্য ঝরনা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগনরায়েরগাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার মেয়ে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। পরিবার জানায়, টাকার অভাবে ঝরনার ভর্তি ও লেখাপড়া এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিলো। তারা সরকার, সমাজের দানশীল বিত্তবান ও প্রবাসীদের কাছে তার লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা কামনা করে সবার কাছে সাহায্য চান।
প্রতিনিধি