অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে এক বহুতল কারখানায় রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে দমকলের ২৮টি ইঞ্জিন। এখন পর্যন্ত আগুন নেভানো যায়নি বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কারখানার ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যে দমকলের তিন কর্মী আহত হয়েছেন।
চিকিৎসার জন্য তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সূত্রের খবর, রবিবার রাতে দিল্লির পিরাগারহি এলাকার একটি চারতলাবিশিষ্ট কারখানায় আগুন লাগে। কারখানাটিতে বেশ কয়েকটি দরজা বন্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।তবে কারখানায় কিভাবে আগুন লাগল এখন পর্যন্ত তার কারণ জানা যায়নি।
প্রতিনিধি