Home » সিলেটে বৃষ্টিও থামাতে পারেনি কোটা সংস্কার আন্দোলন

সিলেটে বৃষ্টিও থামাতে পারেনি কোটা সংস্কার আন্দোলন

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: বৃষ্টিআসলেওথামেনিকোটাসংস্কারেরদাবিতেআন্দোলনছাড়েননিসাধারণশিক্ষার্থীরা।দুপুর১২টারদিকেচারদিকঅন্ধকারকরেবৃষ্টিশুরুহলেনগরীরগুরুত্বপুর্ণসড়কচৌহাট্টায়অবস্থাননিয়েআন্দোলনকারীসাধারণশিক্ষার্থীরাঅবরোধঅব্যাহতআছে।বুধবারসকালথেকেনগরীরচৌহাট্টাসড়কঅবরোধকরেবিক্ষোভশুরুকরেন।জিন্দাবাজার

, রিকাবিবাজার, আম্বরখানা, মিরবক্সটুলা, চৌহাট্টা রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এসময় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
এসময় তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে সকাল থেকেদে দে চাকরি দে, নইলে মোদের বুলেট দে’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই’, ‘দেবো, দেবো, রক্ত দেবো, রক্ত দিয়ে সফল হবো’  শ্লোগান দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *