Home » নরসিংদী স্বামীকে গলা কেটে হত্যা

নরসিংদী স্বামীকে গলা কেটে হত্যা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক মাদরাসা শিক্ষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টায় মনোহরদী বাসস্ট্যন্ড সংলগ্ন কুলি মিয়ার বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তোফাজ্জলের স্ত্রী আয়েশা আক্তার হ্যাপী (৩৫) কে আটক করা হয়েছে। আয়েশা আক্তার পার্শ্ববর্তী

কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের সিরাজুজ্জামানের মেয়ে। তোফাজ্জল হোসেন নেত্রোকোনা জেলার কেন্দুয়া উপজেলার পুবাইল গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি একদুয়ারিয়া ইউনিয়নের দরবেশেরকান্দা হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। গত ছয় মাস ধরে মনোহরদী বাসস্ট্যান্ডের পূর্বপাশে কুলি মিয়ার বাড়িতে তোফাজ্জল এবং তার স্ত্রী আয়েশা আক্তার ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে চালাকচর গ্রামের কাজিম উদ্দিনের সাথে আয়েশা আক্তারের বিয়ে হয়। সেখানে সামি (১৩) নামে এক ছেলে রয়েছে। গত ১০ বছর আগে তার স্বামী মারা গেলে সে বাবার বাড়ি চলে আসে। পরে মনোহরদীর একদুয়ারিয়া দরবেশেরকান্দা হাফিজিয়া মাদরাসায় ছেলেকে ভর্তি করান। একই মাদরাসায় শিক্ষকতা করতেন তোফাজ্জল হোসেন। সেই সুবাদে তোফাজ্জলের সাথে আয়েশা আক্তারের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত রমজান মাসে তারা নিজেদের সিদ্ধান্তে বিয়ে করে এবং মনোহরদী ভাড়া বাসায় বসবাস করতে থাকে। বিয়ের পর কিছুদিন দুজনের মাঝে সম্পর্ক মধুর থাকলেও গত তিন মাস ধরে দেখা দেয় তিক্ততা। প্রায় প্রতিদিনই তাদের মাঝে ঝগড়া এবং মারামারি হতো।

স্ত্রী আয়েশা জানায়, দুই মাস আগে তোফাজ্জল মাদরাসার শিক্ষকতা ছেড়ে দেয়। সারাদিন বাসায় শুয়ে বসে সময় কাটাত। কোনো কাজ-কর্ম না করায় সংসারে আর্থিক সংকট দেখা দিলে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি। এসব নিয়ে তার সাথে প্রায়ই ঝগড়া হতো। ঋণ পরিশোধ, সংসার এবং ছেলের পড়ালেখার খরচের জন্য সম্প্রতি তার কাছে ৫০ হাজার টাকা দাবি করি। এ নিয়ে শনিবার সন্ধায় আমাদের ঝগড়া হয়। রাতে খাওয়া-দাওয়া শেষে একসাথে শুয়ে পড়ি। সাড়ে ১১টার দিকে তোফাজ্জল বাথরুমে ঢোকে। দীর্ঘক্ষণ পরও সে বের না হওয়ায় আমি বাথরুমের দরজা ভেঙে দেখি সে বটি দিয়ে নিজের গলা কেটে ছটফট করছে। এ সময় প্রচুর রক্তক্ষরণে সে বাথরুমেই মারা যায়।

মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *