অনলাইন সংস্করণ: সিরিয়ার উত্তরাঞ্চলের তুরস্ক সীমান্তবর্তী একটি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তেল আবিয়াদ নামে শহরটিতে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে দাবি করেছে তুরস্ক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে তুরস্কপন্থী যোদ্ধা এবং বেসামরিক নাগরিক। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
আল জাজিরা জানিয়েছে, হামলার ঘটনাটি যুক্তরাজ্যের একটি মনিটরিং দল নিশ্চিত করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা জানায়, কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ৪৩জন হতাহত হয়েছেন।
অঞ্চলটিতে কুর্দিদের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তুরস্ক শুরু থেকেই ওয়াইপিজি নামে একটি সংগঠনতে সন্ত্রাসী গ্রুপ বলে দাবি করছে। মার্কিন সৈন্য প্রত্যাহারের পর কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় তুরস্ক। দেশটির তেল আবিয়াদসহ আরও একটি শহরের ১ শ ২০ কি.মি. এলাকায় নিরাপদ অঞ্চল তৈরি করেছে। এক সপ্তাহ আগে থেকে সেখানে তুরস্ক ও রাশিয়ার সেনাবাহিনী যৌথ টহল শুরু করেছে।
প্রতিনিধি