Home » বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুর রহমানের বিভাগীয় শ্রেষ্ঠ সমবায় পদক অর্জন

বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুর রহমানের বিভাগীয় শ্রেষ্ঠ সমবায় পদক অর্জন

গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান বিভাগীয় শ্রেষ্ঠ সমবায় পদক অর্জন করেছেন।

 তিনি ২ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় সিলেট নজরুল অডিটোরিয়ামে সমবায় সিলেট বিভাগের আয়োজনে ৪৮ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করেন।  

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান এরপূর্বেও উপজেলা ভিত্তিক সমবায়ী পদকে ভূষিত হন। 

এছাড়াও তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ইতোমধ্যে পদক অর্জন করেছেন। 

এই পদক অর্জনের জন্য তিনি গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *