টলিউড আর ঢালিউড —সমানতালে কাজ করছেন ঢাকার মেয়ে নুসরাত ফারিয়া। মাঝে ভারতীয় টিভির জন্য বিজ্ঞাপনেও হাজির হয়েছেন। এবার দেশটির টিভিতে দেখানো হবে তার নতুন চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’।
আগামী ২৪ নভেম্বর দুপুর ১টায় পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জলসা মুভিজে দেখানো হবে ‘বিবাহ অভিযান’ চলচ্চিত্রটি।
যেখানে নুসরাতের বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।
টেলিভিশনে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। তিনি বলেন, ‘গত জুনে ছবিটি ভারতে মুক্তি পায়। এরপর আগামী ২৪ নভেম্বর টেলিভিশনে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।’
এর আগে ছবিটি গত জুলাইয়ে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও প্রদর্শিত হয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। ‘বিবাহ অভিযান’-এ দুই বন্ধু অনুপম ও রজতের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষকে। আর এই দুই বন্ধুর বউ রাই ও মায়ার ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়া ও সোহিনী সরকারকে। বুলেট সিং ও মালতীর চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।
এর মাধ্যমে নুসরাত ফারিয়া প্রথমবারের মতো একক প্রযোজনার ভারতীয় ছবিতে অভিনয় করেছিলেন।
বার্তা বিভাগ প্রধান