সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছাতকের পালপুরের হাফিজ আব্দুল জলিল মেম্বারের ছেলে ও পালপুর জালালীয়া আলিম মাদ্রাসার ছাত্র হোসাইন আহমদ।
বুধবার (৩০ অক্টোবর) শাবির মানবিক বিভাগের অধীনস্থ এ ইউনিটের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হলে মেধা তালিকায় ২৭৫ নাম্বরে তার নাম দেখা যায়।
দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হোসাইন আহমদ ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের পালপুর গ্রামের হাফিজ আব্দুল জলিল মেম্বার ও দম্পতির দ্বিতীয় ছেলে। সে ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন এর “পালপুর জালালীয়া আলিম মাদ্রাসা” থেকে ২০১৯ ইং সনে আলিম পরিক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়েছে।
এই বিষয়ে পালপুর জালালীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেব বলেন, হোসাইন আহমদ শাবিতে চান্স পাওয়ায় মাদরাসা, তার নিজ এলাকায় ও পরিবারে আনন্দের বন্যা বইছে।
সে একজন মেধাবী ছাত্র। আমরা তার ভবিষ্যৎ সফলতা কামনা করি।
এদিকে হোসাইন আহমদ তাঁর উজ্জল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া প্রার্থী।