Home » কনসার্টে যৌন হেনস্তার শিকার প্রিয়াঙ্কার স্বামী (ভিডিও)

কনসার্টে যৌন হেনস্তার শিকার প্রিয়াঙ্কার স্বামী (ভিডিও)

অনলাইন সংস্করণ : কনসার্টে গান গাওয়ার সময় যৌন হেনস্থার শিকার হলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী জনপ্রিয় পপ তারকা নিক জোনাস। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের এক কনসার্টে এ ঘটনা ঘটেছে।শুধু তাই নয় এ ঘটনার একটি ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কনসার্টে নিক জোনাস গান পরিবেশন করছেন। এসময় এক নারী পেছন দিক থেকে তার পা, নিতম্ব আর ঊরুতে হাত দিচ্ছেন। আর নিরাপত্তাকর্মী এসে ওই নারীর হাতটি সরিয়ে দিলেন। কিন্তু ওই নারী এতটা বেয়ারা প্রকৃতির যে, নিরাপত্তারক্ষীদের পক্ষে তাকে দমানো বেশ কঠিন হয়ে পড়ে। বারবার একই কাজ করতে থাকেন ওই নারী। 

নিক অবশ্য প্রথমে বিষয়টি টের না পেলেও পরে বুঝতে পেরে পেছনে ফিরেছেন একবার। গান পরিবেশনে ব্যস্ত থাকায় বিষয়টি গুরুত্ব দেওয়ার ফুসরতও হচ্ছিল না প্রিয়াঙ্কার স্বামীর। এনিয়ে অবশ্য নিজ থেকে কোনো প্রতিক্রিয়া না দেননি নিক। কিন্তু ভিডিও ছড়িয়ে পড়লে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা শুরু হওয়ার পর তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন যৌন হেনস্থাকে সমর্থন করা যায় না।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *