নাজমুল ইসলাম : শুভ জন্মদিন, বছর ঘুরে জীবনে আবারো ফিরে এলো সেইদিন,আবারো অসংখ্য অগণিত মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় এই সাধারণ ছেলেটার ভুবন পূর্ণ,ছাত্রলীগের হাজারো নেতাকর্মীর অকুণ্ঠ ভালোবাসা হৃদয় ছুঁয়েছে প্রতিনিয়ত, আমি ছাত্রলীগের কোনো পর্যায়েই নেতা ধরণের কিছুনা,ছাত্রলীগের একেবারে সাধারণ কর্মীদের মধ্য আমিও একজন,পদপদবী বলতে বহু বছর পূর্বে জেলা শাখার সদস্য পদটুকুই আমার পরিচয়, এর পর সুরমা নদীর তীরে বহু জল গড়িয়েছে বহু নেতা সাবেক হয়ে পরে বর্তমান হয়ে আবার সাবেক হয়ে এখন পুরোদস্তর সংসারী ,কিন্তু আমি সেই সাবেক সদস্যটুকুতেই থেমে রয়েছি,তবে একটি জায়গায় আমি বোধহয় চরম সৌভাগ্যবান,
ছাত্রলীগের কোনো পর্যায়ের বড় নেতা না হয়েও সিলেট জেলা ছাত্রলীগ এবং মহানগর ছাত্রলীগের তৃণমূল কর্মীদের নিঃস্বার্থ ভালোবাসায় শিক্ত হয়েছি বারংবার,এই ভালোবাসা এমন এক ভালোবাসা যা প্রতিনিয়ত আমাকে নতুন করে পথ চলার সাহস জুগিয়েছে,শত ষড়যন্ত্র আর বাধার পাহাড় ডিঙিয়ে এই আমি এখনো যে রাজপথে টিকে আছি সেতো কেবল আপনাদের এই হৃদয় নিংড়ানো নিঃস্বার্থ ভালোবাসার কারণে,বিগত ২৫তারিখ মধ্যরাতের পর থেকে অদ্যাবধি সামাজিক যোগাযোগের প্রতিটি মাধ্যম এবং মোবাইল ফোনের মাধ্যমে এতো অজস্র শুভেচ্ছা বার্তা পেয়েছি তা দেখে নিজেই অবাক হয়েছি ,আমি চেয়েছিলাম প্রত্যেকের শুভেচ্ছা বার্তার আলাদা জবাব দিতে,কেননা আপনাদের এই ভালোবাসাকে সম্মান জানানো আমার কর্তব্য, কিন্তু বিশ্বাস করুন আমি চেষ্টা করেও তা পারিনি,
এতো অসংখ্য মানুষ শুভেচ্ছা জানিয়েছেন যে সকলকে আলাদাভাবে ধন্যবাদ জানানো সম্ভব হয়নি,তাই আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি,কৃতজ্ঞতা আমার রাজনৈতিক অভিভাবক, সহযোদ্ধা,বন্ধু, ভাই,স্বজন অগ্রজ অনুজ সহ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের,আপনাদের এই ভালোবাসার প্রতিদান কেবল ভালোবাসা দিয়েই দেয়া যায়,আমার জন্য সবাই দোয়া করবেন এভাবেই আগামী দিনগুলোতে সকলের বিশ্বাস আর ভালোবাসা নিয়েই যেন জয় বাংলা স্লোগানের একজন সহযোদ্ধা হয়ে পথ চলতে পারি,আপনাদের এই ভালোবাসার মর্যাদা রক্ষা করেই যেন কাটিয়ে দিতে পারি আগামী দিন,আপনারা সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই দোয়া করি।
আমার জন্মদিনে শত ব্যাস্ততা উপেক্ষা করে উপস্থিত থেকে আমার জন্মদিনকে বর্ণিল করে দেয়ায় কৃতজ্ঞতা আমার নেতা দাদা এডভোকেট Ranjit Sarker , Jahangir Alom ভাই , দাদা Debangshu Mitu , Fahad Ahmed Rumel ভাই , amir ali ভাই , Nurul Talukdar ভাই , কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক স্নেহাস্পদ ওয়াসিম আকরাম সহ ছাত্রলীগের সকল সহযোদ্ধাদের
প্রতিনিধি