Home » সেই দুঃসাহসিক নারী বাইকারের মর্মান্তিক মৃত্যু

সেই দুঃসাহসিক নারী বাইকারের মর্মান্তিক মৃত্যু

৪১ বছর বয়সী মডেল ও নারী বাইকার এবং কুজাভিনি এলেনার মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে এলেনার অসংখ্য দুর্দান্ত ও ভয়ংকর সাহসিকতার সঙ্গে বাইক চালানোর ভিডিও রয়েছে।

কিন্তু এই বাইকই তার জীবন কেড়ে নিল। ইউক্রেনের হাইওয়ে রাস্তা গোস্তমেলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পুলিশ রিপোর্ট বলছে, এলেনা তার বিএমডাব্লিউ মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় সামনা সামনি একটি ভক্সওয়াগনের সঙ্গে ধাক্কা লাগে। এলেনার বাইক ও গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

রিপোর্ট আরো জানায়, অ্যাম্বুলেন্স আসার পরও তিনি বেঁচে ছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


ভক্সওয়াগন গাড়ির চালকও বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এলেনা একজন ইনস্টা মডেল ছিলেন। একজন নারী হিসেবে তিনি সবসময় নিজেকে বাইকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেন।

সুত্র: সময় নিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *