অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডির ৬/এ-তে সাউথ ব্রিজের ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রতিনিধি