Home » এবার এমপি রতনের উপর নিষেধাজ্ঞা

এবার এমপি রতনের উপর নিষেধাজ্ঞা

সরকারের চলমান শুদ্ধি অভিযানে এবার চোখ পড়েছে সুনামগঞ্জ-১ আসনের এমপি ও সংসদ সদস্য রতনের দিকে। তাই এবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হল মোয়াজ্জেম হোসেন রতনের। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকার মালিবাগে এসবির পুলিশ সুপারের (ইমিগ্রেশন, ল্যান্ড অ্যান্ড সি পোর্ট) কাছে পাঠানো হয়। এদিনই মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কপি বিমান, নৌ ও স্থলবন্দরগুলোর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

দুদকের চিঠিতে বলা হয়, দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে মোয়াজ্জেমের বিরুদ্ধে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এর প্রমাণও মিলেছে। তিনি দেশ ত্যাগ করতে পারেন বলে নানা উৎস থেকে তথ্য পেয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তারা।

সূত্র থেকে জানা যায়, ক্যাসিনো ব্যবসা ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি রতন ছাড়াও জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি শামসুল হক চৌধুরী, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সু্ত্র: বিডি২৪

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *