শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম:
ঐতিহ্য বাংলা নতুন বর্ষকে বরণ করতে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের সুবিদবাজারস্থ প্রাথমিক ক্যাম্পাসে সকাল সাড়ে ৬টায় আয়োজন করেছে দিনব্যাপী ‘শ্রুতি শতকন্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৫ বাংলা’।
উৎসব উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠক ব্যরিস্টার মোহাম্মদ আরশ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক নুমেরী জামান, বদর উদ্দিন আহমদ কামরান, ফয়সাল মাহমুদ উপ পুলিশ কমিশনার সিলেট, হুসনে আরা অধ্যক্ষ ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ। রং তুরিতে বর্ষবরণ উদ্বোধন করবেন অরবিন্দ দাশ গুপ্ত।
দিনব্যাপী থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও বৈশাখী মেলা। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে প্রথমেই থাকবে সপ্তসুরে আহ্বান,শতকন্ঠে বর্ষবরণ, শ্রুতি সম্মাননা ১৪২৪ বাংলা প্রদান এবারের গুনীজন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী গুনীজন নীলোৎপল সাধ্য। থাকবে সম্মেলক পরিবেশনা, একক পরিবেশনা।
একক সংগীত পরিবেশন করবেন বাউল আবদুর রহমান, ফকির আব্দুল কুদ্দুস ও তার দল কুষ্টিয়া, ফকির বাসন্তী আকতার-কুষ্টিয়া, প্রদীপ মল্লিক, লিংকন দাশ প্রমুখ।
সমবেত সংগীত পরিবেশন করবেন অনুষ্ঠান আয়োজক শ্রুতি-সিলেট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নগরনাট, গানবাহান, নৃত্যশেলী, গীতবিতান-বাংলাদেশ, দ্বৈতস্বর, ছন্দনৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, সুরের ভূবন, শতভিষা, অন্বেষা শিল্পী গোষ্ঠী, নাট্যম সংগীত বিদ্যালয়, মুক্তাক্ষর প্রমুখ। এতে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
বার্তা বিভাগ প্রধান