অনলাইন সংস্করণ: গাজীপুরের শ্রীপুরে ছেলের রডের আঘাতে স্কুলশিক্ষক বাবা আবদুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে ইমরান ফকিরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাত দেড়টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বাবুল মাস্টার একই গ্রামের সিরাজ ফকিরের ছেলে। তিনি পাশের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, রাত দেড়টায় বাবা-ছেলের মধ্য লেখাপড়ার খরচের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ছেলে তার বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান ইমরান।গুরুতর আহতাবস্থায় বাবুল মাস্টারকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার বাবা তাকে চাহিদামতো লেখাপড়ার খরচ দিত না। এ নিয়ে প্রায়ই তার বাবার সঙ্গে মনোমালিন্য হতো বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। সূত্র: যুগান্তর