Home » মধ্যরাতে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে গলা কেটে হত্যা

মধ্যরাতে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক মা এবং তার চার বছরের মেয়ে শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং মেয়ে আলিফা (৪)। আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, গতকাল দিবাগত রাতে আল-আমিন বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *