ভারত থেকে আমদানী বন্ধ হওয়ার খবরে কয়েক সপ্তাহ আগে সিলেটসহ সারাদেশে দ্বিগুন হয়েছিল পেঁয়াজের দাম। এরপর প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও দাম নির্ধারণ করে দেওয়ায় সেসময় বাজারে কিছুটা স্থিতিশীলতা আসে। কিন্তু এবার সরবরাহ কম থাকার কারণে আবারো সিলেটের পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। একদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ২০ থেকে ২৫ টাকা।
জানা গেছে, গত বুধবার পর্যন্ত সিলেটের পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রী হয়েছে ৫৫ টাকায় আর এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রী হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। কিন্তু দাম বাড়তে শুরু করে বৃহস্পতিবার।বৃহস্পতিবার সিলেটের পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রী হয়েছে ৭৫ টাকায় আর এই পেঁয়াজ এখন বাজারে বিক্রী হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, মুলত সিলেটের বাজারে সরবরাহ কম থাকার কারণেই পেঁয়াজের দাম বাড়ছে।
প্রতিনিধি