Home » ফেনী বাড়ির দরজায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী বাড়ির দরজায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে রবিউল হক মানিক নামে এক যুবলীগ নেতাকে বাড়ির দরজায় এসে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মানিক সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার জানান, গতরাত সাড়ে ১০টার দিকে ফাজিলপুর বাজারের পাশে মানিককে তার বাড়ির দরজার সামনে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মানিকের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম জানান, রাতে পুলিশ হাসপাতালে একটি মরদেহ রেখে গেছে। মরদেহের গায়ে কোপের চিহ্ন রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *