কানাইঘাট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়েছ আহমদ নামে কানাইঘাটের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার ( ৮ অক্টোবর ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট- জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ওয়েছ আহমদ কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ছোটফৌদ গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।
তিনি ইস্পাহানী মির্জাপুর চা কোম্পানি’র কানাইঘাট শাখার ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ওয়েছ আহমদ। সিলেট- জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী ওয়েছকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
প্রতিনিধি