সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের সিগেরকাছ এলাকায় একদল যুবকদের নিয়ে (৫১) বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।আজ (৩অক্টোবর) বৃহস্পতিবার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে মো: নূর মিয়াকে সভাপতি-সহ-সভাপতি আবু নাছির, সাধারন সম্পাদক-পারভেজ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক-সজল আলী, অর্থ সম্পাদক-মো:আলামিন, সহ-অর্থ সম্পাদক-আল আমিন, প্রচার সম্পাদক-সোহাগ আহমদ, সহ-প্রচার সম্পাদক-নাহিদ আহমদ, পরিচালনা সম্পাদক-রেদুওয়ান আহমদ, ক্রীড়া সম্পাদক-হাবীবুর রহমান, অফিস সম্পাদক-শাহাদাত হোসেন, ধর্ম বিষয় সম্পাদক-মেহরাব হোসেন, পরিকল্পনা সম্পাদক-মো: দুলাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক-হাসান আহমদ।
সদস্য পদে যারা রয়েছেন তারা হচ্ছেন, হানিফ, মহিউদ্দিন, মোমিন, ইকবাল, রিপন, কদর, নাহিদ, কাইয়ুম, রোহেল, ছালেক, জাহিদুল, লায়েক, রাজু, গিয়াস, আলী হোসেন, মামুন, সাকিল, সুয়েব, কয়েছ, নোমান, মইনুল, কয়েছ, কলিম, কাওছার, পারভেজ, আল-আমিন, জোয়েল, দুলাল, উজ্জল, জয়নাল, হাফিজ, সুমন, জাকির, কাওছার, ফয়ছল, আমিন, আমিনুল, রিফাত, আফজল, মুহাম্মদ, রতন, মুজিব, রায়হান, জামাল, হোসাইন, ফেরদাউস, সাকিল, জাবের, সুয়েব , কাদির, জুবায়েল, হাসান, কলিম, এমরান। লক্ষ্য ও উদ্দেশ্য হল শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা। আপনাদের সহযোগিতা কাম্য।