Home » চাকরির জন্য ডেকে , ধর্ষণ

চাকরির জন্য ডেকে , ধর্ষণ

অনলাইন ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে যে নারীকে (২৭)ধর্ষণ করার অভিযোগ উঠেছিল,ফরেনসিক পরীক্ষায় তার (ধর্ষণ) আলামত মিলেছে। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক)ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি)সমন্বয়ক ডা.বিলকিস বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা.বিলকিস বেগম জানান, ওই নারীর ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার তার ডিএনএ পরীক্ষা করানো হবে। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দু’জন ওই নারীকে ধর্ষণ করেছেন। এর মধ্যে একজন কনডম ব্যবহার করেছে বলে মেয়েটি জানিয়েছে। ডিএনএ-এর নমুনা মেয়েটির সালোয়ার থেকে রাখা হয়েছে। পরে আটককৃত দু’জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে,গতকাল রোববার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে ‘ধর্ষণ’ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হলে রোববার রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মরফিদুল ইসলাম আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, রিহ্যাবের দুই পরিচালককে আসামি করে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন ওই নারী। এদিন রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মরফিদুল ইসলাম জানান, রোববার ওই নারীকে চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল। পরে সেখানে পৌঁছানোর পর তাকে ‘ধর্ষণ’ করা হয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।এরপর ওই নারীকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *