সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষীপাশা ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান ও বর্তমান সফল সাধারণ সম্পাদক মাহমুদ আহমদ আসন্ন শারদ উৎসবে লক্ষীপাশা ইউনিয়ন সহ বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন হিন্দু পুরান মতে অসুর তথা সকল অপশক্তি দূরীভুত করে পৃথিবীতে সুখ শান্তি আর সমৃদ্ধি স্থাপনের লক্ষেই অসময়ে দেবী দূর্গা আর্বিভূত হন এবং অসুর বিনাশ করেন।
মাহমুদ আহমদ বলেন বর্তমান সরকার এই দূর্গা পুজাকে নির্ভয়ে ও নির্ভীগ্নে পালনের লক্ষ্যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। তিনি আরো বলেন ধর্ম যার যার উৎসব সবার।আমরা হাজার বছর ধরে এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রিতির এক মিলন মেলায় বেড়ে উঠেছি। আমার আমৃত্যু সংগ্রাম সকল সাম্প্রদায়িক আর জঙ্গী বাদের বিরুদ্ধে আমি কখনো আপোষ করিনি।
আমি মনেকরি মানবতা পরম ধর্ম আর আগামীতেও মা মাটিও মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো। তিনি আরো বলেন আমরা আমাদের ইউনিয়নে ঈদ এবং পুজা সকল ধর্মের মানুষ মিলেমিশে পালন করি। স্ব স্ব অবস্থান থেকে প্রতিটা মানুষের পাশে দাড়াই। বর্তমান সময়ে যখন পৃথিবীর বিভিন্ন জায়গাতে অনেক সাম্প্রদায়িক ঘঠনা গঠছে ঠিক তখন আমার নেত্রী অত্যন্ত কঠোর হস্তে এগুলো ধমন করে দেশকে একটি উন্নত মাত্রায় নিয়ে গেছেন। আমি মনে করি বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রিতির এক নজির স্থাপন করেছে যা অতীতের তুলনায় বিরল। আবারো সবাইকে শারদীয় শুভেচ্ছা। ভালো থাকুন সুস্থ কাটুক, জয় হোক মানবতার।
নির্বাহী সম্পাদক