সিলেট শহরতলীর শাহপরাণে বেপরোয়া এক ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে শাহপরাণ ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তুহিন আহমদ (১৭)। সে সুরমা গেইটের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে আসা একটি ট্রাক দ্রুতগতিতে তামাবিলের দিকে যাচ্ছিলো। এসময় ট্রাকটি একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেল আরোহী তুহিন সড়কের পাশে ছিটকে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহপরাণ (র.) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ঘাতক ট্রাক ও চালক আটক হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে বলেও জানান তিনি।