অনলাইন ডেস্ক: বিতর্কিত বক্তা ও দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী বলেছেন, আমি এখন ওয়াজ মাহফিলে প্রকাশ্যে চা খাই না। চা খেলে আবার কোন সমালোচনায় পড়ি- এই ভয়ে এখন আর মাহফিলে চা খাই না। কাউকে চা খাবেন, বলিও না।
তাহেরী আরও বলেন, আমি ১৭ বছর ধরে ওয়াজ করি। এই ভাইরাল হওয়ার বিষয়গুলো সর্বোচ্চ এক বছর থেকে তিন মাসের। সেজন্য আমার মুখ থেকে যে কিছু শব্দ বের হয়েছে সেগুলো হয়তো কেউ কেউ ভাইরালের চোখে দেখেছে। আমার ধর্মীয় ঝাঁঝালো কথাগুলো ভাইরাল করলো না।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তাহেরী বলেন, আমার বক্তব্যগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়। পুরো বক্তব্য প্রকাশ করা হয় না। তার জন্য দায়ী কিছু ইউটিউব ভিত্তিক চ্যানেল। যারা অর্থ উপার্জন ও জনপ্রিয়তার জন্য এই কাজগুলো করছে।