সিলেট নগরীতে বৈদ্যুতিক পিলার বহনকারী একটি লরির চাপায় মোহন মিয়া (৩০) নামরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সোবহানীঘাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোহন মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল বারীর ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার এসআই প্রিতম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোবহানীঘাট এলাকায় বৈদ্যুতিক পিলার বহনকারী একটি লরি একটি মোটরসাইলকে চাপা দেয়। এ সময় মোহন মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় ঘাতক লরির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এছাড়াও লরিটি জব্দ করা হয়েছে। পরে তার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তিনি আরো জানান
প্রতিনিধি