সিলেট নগরীর একমাত্র ফুটওভার ব্রিজ আছে নগরীর বন্দরবাজার কোর্টপয়েন্টে। তবে এই ফুটওভার ব্রিজ ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ একেবারে তলানিতে। এবার নগরীতে আরো ৪টি ফুটওভার ব্রিজ স্থাপন করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
এমন তথ্য জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
অবশ্য মেয়র জানিয়েছেন, নগরীর কোর্টপয়েন্টে স্থাপিত অলস পড়ে থাকা ফুটওভার ব্রিজটি পারিপার্শ্বিক সবকিছু বিবেচনাপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
মেয়র আরিফ জানান, রাস্তা পারাপারে ঝুঁকি এড়াতে সিটি করপোরেশনের উদ্যোগে ৪টি ফুটওভার ব্রিজ স্থাপন করা হবে। টিলাগড়ে এমসি কলেজের সামনে, মদিনা মার্কেট পয়েন্টে, মেন্দিবাগ পয়েন্টে এবং দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে ফুটওভার ব্রিজ স্থাপন করা হবে।
এ লক্ষ্যে নকশা তৈরীর কাজও চলছে বলে জানিয়েছেন মেয়র।
নির্বাহী সম্পাদক