অনলাইন ডেস্ক: রুপালি পর্দায় পা রেখেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এই তো কদিন আগে শেষ করলেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের কাজ। এই সিনেমায় আরিফিন শুভর নায়িকা হিসেবে দর্শকরা তাকে দেখতে পাবেন।
এদিকে চলতি মাসের শেষে ‘আদম’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঐশী। এটি পরিচালনা করছেন আবু তাওহীদ হিরণ। ঐশী বলেন, এ সিনেমায় আমার চরিত্রের নাম সাজিয়া। গ্রামের মেয়ের একটি চরিত্র। আশির দশকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এ মাসের শেষদিকে এর শুটিং শুরু হবে। বর্তমানে চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিচালক আমাকে সহযোগিতা করছেন। এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুদ পারভেজ। কাজটি নিয়ে আমি আশাবাদী।
‘আদম’ সিনেমায় ইয়াশ রোহানের বিপরীতে দর্শকরা ঐশীকে দেখতে পাবেন। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, রাইসুল ইসলাম আসাদ, অ্যালেন শুভ্র, আফফান মিতুলসহ অনেকে।